আমাদের কথা

১৯৮৩ সালে নড়াইল জেলার সেখহাটি ইউনিয়নের গুয়াখোলা গ্রামে প্রতিষ্ঠিত এই স্কুলটি বর্তমানে অত্র অঞ্চলের ভিতর অন্যতম সেরা একটি স্কুল।বিগত বছরগুলোতে স্কুলটির পাশের হার ৯৮%।এখানকার শিক্ষা ব্যাবস্থা অন্য ন্স্কুলগুলোর তুলনায় বেশ ভালো।শিক্ষক শিক্ষীকারা যত্নসহকারে স্কুলটির শিক্ষা ব্যাবস্থা পরিচালনা করে থাকেন।আমাদের লক্ষ্য শুধু ছাত্র/ছাত্রীদের শিক্ষা দেয়া নয়,তাদের মাঝে যে সুপ্ত প্রতিভা আছে তা খুজে বের করা।আমরা চাই এই এলাকাটাকে পুরোপুরি ১০০% শিক্ষায় শিক্ষিত করে তুলতে।পরিবর্তন নিজেরা শুরু করতে হয়।আমরা তাই করেছি।প্রথমে গ্রাম তারপর এলাকা এরপর পাশের এলাকা এইভাবে এগোতে থাকলে দেশটা নিরক্ষর মুক্ত হতে বেশিদিন লাগবে না।নিজ নিজ অবস্থান থেকে যেটুকু সাধ্য এগিয়ে আসলে দেশের উন্নতি হতে আর কত দিনই বা লাগবে।আর আমরা সবাই এই কাজেই বিশ্বাসি..

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন