ছাত্র-ছাত্রীদের লেখা কবিতা













"একুশ আমার"

দেশের তরে যুদ্ধ করে
শহীদ হলো যারা,
সে আমাদের বীর বাঙ্গালী
রফিক শফিক ওরা
এই দেশকে রক্ষা করতে
দিলো যারা প্রাণ,
একুশের দিনে খালি পায়ে
তাদের করব মোরা সম্মান
কত মায়ের চোখের মনি
হায়রে মানিক রতন,
তাদের আশায় পথ চেয়ে রয়
ফিরে এলে ছেলে কোলে
করিত মা যতন
এই মাটিকে রক্ষার তরে
নিল যারা শপথ,
তাদের রক্তে লাল হলো
ঢাকার রাজপথ
নয়টি মাসের যুদ্ধ শেষে
ফিরল সবাই জয়ের বেশে
যুদ্ধ হল শেষ
সবাই বলল বেশ বাঙ্গালী বেশ


রিমি বিশ্বাস (১০ম শ্রেণী)
রোলঃ০৬















"পল্টু"

পল্টু আমাদের ক্লাস Boy
বুদ্ধিতে তার অভাব নাই
পড়তে বসলে খেলার কথা
ইংলিশ ধরলেই মাথা ব্যাথা
বিজ্ঞানতো দূরের কথা
নাম শুনলেই বুকে ব্যাথা
সমাজেতে মন্দ নয়,
গণিতে তার খুবই ভয়
ধর্ম পড়ার ফাকে ফাকে
ঘুমের নেশায় মাথা ঝাঁকে
তবুও পল্টু ক্লাস Boy
বন্ধু হিসাবে মন্দ নয়

(সৌমিক লস্কর) 
X Student S.S.C. (2012)

"পরীক্ষ"
পরীক্ষ নামট খুব ভয়ংকর
শুনলেই কেঁপ ওঠ অন্তর,
ভার হয় ওঠ এই মনট
যখন বাজ সেই ঘণ্টা।
দুর দুর কর এই প্রাণট
মন হয় চল যাব জানটা।
প্রশ্ন পেল মাথায় পর বাজ
সার বছর করেছি শুধ অকাজ।।

(সৌমিক লস্কর)
X Student S.S.C. (2012)






  






*২১শের গান*

সেদিন বিকালে তাল গাছের তলে,লিখেছিলাম কবিতা দুজনে মিলে।
কবিতা ছিল ২১শে ফেব্রুয়ারি,আর ছিলো রক্তে রঞ্জিত বিজয়ের পতাকা।
ছিল এক নেতা, জনগনেরই শ্রোতা,রঞ্জিত করেছে দেশ।
ধন্য বাঙ্গালি গর্ব বুকে, বাস করছে বেশ।
বাংলার মাটি দেশের খাটি, সোনার চেয়েও মুল্যবান।
রাখবে বাঙ্গালি গর্ব বুকে, বাস করবে সুখে সুখে।

 প্রান্ত অধিকারী/হিরক পাল (৮ষ্টম শ্রেণী)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন