রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০১৪

গুয়াখোলা মাধ্যমিক বিদ্যালয়

শিক্ষা,শান্তি,শৃঙ্খলা ও প্রগতির লক্ষে ১৯৮৩ সালে নড়াইল সদরের সেখহাটি ইউনিয়নের গুয়াখোলা গ্রামে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ব্যবস্থাপনায় নির্মিত হয় এই স্কুলটি।বর্তমানে ১১খানের স্কুল গুলোর ভিতর গুয়াখোলা মাধ্যমিক বিদ্যালয় অন্যতম।১১খানের প্রতিটি ছেলে/মেয়েকে সুশিক্ষায় শিক্ষিত করে তোলাই আমাদের প্রধান লক্ষ্য।নড়াইল সদর থেকে ১৭ কি.মি দুরে গামের মনোরম পরিবেশে আমাদের স্কুলটি অবস্থিত|নড়াইল থেকে পশ্চিমে এসে তুলারামপুর সেকহাটি সড়ক ধরে ৮কি.মি এগিয়ে গেলেই রাস্তার পাশে চোখে পড়বে আমাদের এই সুন্দর স্কুলটি|

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন